বাংলাদেশের তিন বাহিনী প্রধান সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন। যদিও তাদেরকে প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানাননি। ১লা নভেম্বর, শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৮টা থেকে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এতে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত থাকবেন।
ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈঠকটি প্রধান উপদেষ্টার আহ্বানে নয়। তবে এর বিষয়বস্তু সম্পর্কে কিছু জানা যায়নি। রাষ্ট্রীয় অতিথি ভবন জামানায় বৈঠক ঘিরে কূটনৈতিক মহলসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ে কৌতূহল তৈরি হয়েছে।
